এক নজরে উপপরিচালকের কার্যালয়,
মহিলা বিষয়ক অধিদপ্তর, টাঙ্গাইল - এর কার্যক্রমঃ
১। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়ঃ
কর্মসূচি |
উপকারভোগী |
সহায়তা |
মেয়াদ |
ভিজিডি কর্মসূচি |
২৩১২৫ জন |
৩০ কেজি |
২ বছর |
দরিদ্র মা’র জন্য মার্তত্বকাল ভাতা প্রদান কর্মসূচি |
১৭৮৫০ জন |
৮০০/- |
৩ বছর |
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি |
৬৩৭৫ জন |
৮০০/- |
৩ বছর |
২। স্বেচছাসেবী মহিলা সমিতিঃ
১৩২ টি মহিলা সমিতি ২০২১-২০২২ অর্থ বছরে ৩৯১০০০০/- সাধারণ অনুদান হিসাবে বিতরণ করা হয় ।
০২ টি মহিলা সমিতি ২০২১-২০২২ অর্থ বছরে ১০,০০০০/- বিশেষ অনুদান হিসাবে বিতরণ করা হয় ।
০২ স্বেচছাধীন ২০২১-২০২২ অর্থ বছরে ৭০,০০০/-
৪০৮০০০০/-
৩। জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমঃ
২০১৩ সাল হতে প্রতি বৎসর ৬০ জন কে (৬০x৯ ) = ৫৪০ জন ( ২০১৩-২০২১ পর্যমত্ম উপজেলা পর্যায়ে )
২০১৩ সাল হতে প্রতি বৎসর ৫ জন করে (৫x৯) = ৪৫ জন (২০১৩-২০২১ জেলা পর্যায়ে )
২০১৫ সালে টাঙ্গাইল জেলা হতে ২ জন বিভাগীয় পর্যায়ে সেরা ১০ জনের স্থান দখল করে ।
২০১৬ সালে টাঙ্গাইল জেলা হতে ১ জন বিভাগীয় পর্যায়ে সেরা ১০ জনের মধ্যে স্থান দখল করে ।
২০১৯ সালে টাঙ্গাইল জেলা হতে ১ জন বিভাগীয় পর্যায়ে সেরা ১০ জনের মধ্যে স্থান দখল করে ।
৪। প্রশিÿণ কার্যক্রমঃ
জীবীকায়নের জন্য মহিলাদের দÿতা বৃত্তিক প্রশিÿণ কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে ৫টি ট্রেডে ১০০ জনকে (বছরে ৪০০ জন) প্রশিÿণ প্রদান করা হচ্ছে । এ ছাড়া বাসাইল ,নাগরপুর, কালিহাতী ও সখিপুর উপজেলায় তিন (৩) মাস অমত্মর ৩০ জন করে (বছরে ৪৮০ জন) জনকে প্রশিÿণ প্রদান করা হচ্ছে । মহিলাকে জীবন দÿতা উন্নয়ন ও আইজিএ প্রশিÿণ প্রদান করা হচ্ছে । জুন/২০২২( এক বছরে) পর্যমত্ম প্রশিÿণ প্রাপ্ত মহিলার সংখ্যা ৩৫০০ জন ।
৫। কিশোর- কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পঃ
টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় ১১ টি পৌরসভা এবং ১১৫ টি ইউনিয়ন মোট ১২৬ টি কিশোর- কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। প্রতি ক্লাবে ২০ জন কিশোরী এবং ১০ জন কিশোর নিয়ে ক্লাব গঠন করা হয়েছে। সে হিসেবে ক্লাবে ২৫২০ জন কিশোরী এবং ১২৬০ জন কিশোর মোট ৩৭৮০ জন কিশোর- কিশোরীকে জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধে সÿম করা এবং Sexual & Reproductive Health and Rights
( SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিÿণের মাধ্যমে তাদের অবস্থানকে দৃঢ় করা। সেই সাথে ক্লাবের মাধ্যমে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যাক্রমের মধ্যদিয়ে কিশোর- কিশোরীদের সম্পূর্ককে সুদৃঢ় করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন বিষয়ে প্রশিÿণ দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস